বগুড়ায় করোনা উপসর্গে সোমবার আফাজ উদ্দিন (৭৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
তিনি জয়পুরহাট জেলা সদরের মাস্টার পাড়ার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেডিও কর্মী ছিলেন।
তিনি কয়েকদিন থেকে জ্বরে ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তার ফুসফুসে পানি জমে, শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তিনি মারা যান। তার নমুনা টেস্টের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪১৮০ জন , সুস্থ ২১৭০ জন এবং মারা গেছেন ৮০ জন।
সোমবার বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. ফারজানুল ইসলাম নির্ঝর ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলেন, আক্রান্ত ৬০ জনের মধ্যে ৪০ জন পুরুষ ১৭ জন নারী ও তিনটি শিশু রয়েছে। এ ছাড়া সরকারি হিসাবে এ সময়ে মারা গেছেন একজন। এ নিয়ে মৃতের সংখ্যা ৮০ জনে দাঁড়াল।